অজুর ফরজ কয়টি ও কি কি এবং অজুর সঠিক নিয়ম
অজু হলো ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে একটি। যা নামাজ সহ অন্য অনেক ইবাদতের আগে অজু করাটা ফরজ। কেননা অজু হলো পবিত্রতা অর্জনের একটি পন্থা। তাহলে চলুন জেনে আসি অজুর ফরজ কয়টি ও কি কি এবং অজুর সঠিক নিয়ম।
সূচিপত্র:
অজুর ফরজ কয়টি ও কি কি
মহান আল্লাহ তায়ালা ইসলামের পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা মায়েদা (৫ ও ৬) নং আয়াতের মধ্যে বলেছেন- অজুর ফরজ চারটি। চলুন তবে জেনে আশা যাক অজুর ফরজ কি কি।
১। মুখমন্ডল ধোয়া
২। দুই হাতের কনুই পর্যন্ত ধোয়া
৩। মাথা মাসাহ বা মোছা
৪। দুই পা ধোওত করা গিরা পর্যন্ত ( গোড়ালি সহ)
অজুর নিয়ম
১। মুখমন্ডল ধোয়া
কপালের ওপর থেকে শুরু করে মুখমন্ডলের নিচ পর্যন্ত অর্থাৎ থুতনি পর্যন্ত ভালো করে পানি দিয়ে ধোওত করা। যদি মুখমন্ডলে দাড়ি থাকে তাহলে বাহিরের অংশে যেন ভালো ভাবে ধোওত হয় সেই দিকে খেয়াল রাখতে হবে কেননা এইটা করা ফরজ।
২। দুই হাতের কনুই পর্যন্ত ধোয়া
ভালো ভাবে দুই হাতের কনুই পর্যন্ত ধুতে হবে যেনো কোথাও শুকনা না থাকে আবার খেয়াল রাখতে হবে দুই হাতের আঙুলের ফাঁকেও যেনো ভালো ভাবে পানি পৌছায়।
৩। মাথা মাসাহ বা মোছা
অজুর এই অংশে এসে মাথার চার ভাগের এক ভাগ হাতের ভেজা আঙ্গুল দিয়ে মাথা মাসাহ করা বা মোছা। কিন্তু পুরো মাথা মাসাহ বা মোছাটা সুন্নত। তাই আমাদের চেষ্টা করতে হবে পুরো মাথা মাসাহ করা।
অজুর এই অংশে এসে মাথার চার ভাগের এক ভাগ হাতের ভেজা আঙ্গুল দিয়ে মাথা মাসাহ করা বা মোছা। কিন্তু পুরো মাথা মাসাহ বা মোছাটা সুন্নত। তাই আমাদের চেষ্টা করতে হবে পুরো মাথা মাসাহ করা।
৪। দুই পা ধোওত করা গিরা পর্যন্ত (গোড়ালি সহ)
ভালো ভাবে দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধুতে হবে যেনো কোথাও শুকনা না থাকে আবার খেয়াল রাখতে হবে দুই পায়ের আঙুলের ফাঁকেও যেনো ভালো ভাবে পানি পৌছায়।
অজুর ফরজের পাশাপাশি কিছু সুন্নত কাজও আছে তা পালনের মাধ্যমেই অজু সম্পূর্ণ হয়। তাহলে চলুন জেনে আশা যাক সেই সুন্নত কাজ গুলো কি কি
আরও জানুন: জ্বর হলে করণীয়। ঘরোয়া টিপস
অজুর সুন্নত কাজ
অজু শুরু করার আগে " বিসমিল্লাহ " বলে শুরু করা। দুই হাতের কবজি পর্যন্ত ভালো ভাবে ধোওত করা যেন কোথাও শুকনা না থাকে । মুখের মধ্যে পানি নিয়ে গরগর করে মুখের ভেতর পরিস্কার করা । যদি রোজা অবস্থায় থাকেন তাহলে গরগর করা যাবেনা। শুধু মুখে পানি নিয়ে মুখের ভেতরটা পরিস্কার করে পানি ফেলে দিতে হবে । রোজা অবস্থায় গরগর করে অজু করলে রোজা দুর্বল হয়ে যায়।
মুখমন্ডল ও নাকের মধ্যে পানি নিয়ে ভালো ভাবে ধোওত করা। দুই হাতের কুনাই পর্যন্ত ভালো ভাবে ধোয়া। মাথা মাসাহ করা এবং সেই সময় কালিমা শাহাদাত পড়া। তারপরে পা ধোয়া । এই সব কাজ গুলো প্রতিবার " তিনবার " করে করা। আর শেষে অজুর দোয়া পড়া ।
মনে রাখতে হবে অজুর সময় " মুখ → হাত → মাথা → পা " এমন ভাবে সিরিয়াল করে ধুতে হবে।
আমাদের এই পোস্টটা আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন।

আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। আপনাদের প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়।
comment url