OrdinaryITPostAd

ভ্রমণ সম্পর্কিত গাইডলাইন সম্পূর্ণ বাংলায়




 মানসিক শান্তি, প্রকৃতির রূপ দেখার জন্যই আমরা ভ্রমণ করে থাকি। আমরা কখনো দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করে থাকি আবার কখনো কখনো দেশ ছাড়িয়ে বিদেশে পাড়ি দিই শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের অনেক সময় ভ্রমণ করতে যাওয়ার আগে বা পরে অনেক সমস্যাই পরতে হয়। তাই আমরা সেই সমস্যার সমাধান করার জন্য কিছু গাইডলাইন করেছি আপনাদের জন্য ।

⛯ ভ্রমণের উদ্দশ্যে ঠিক করা
    প্রথমত ভ্রমণ কিসের জন্য করছেন তা ঠিক করা। যেমন - বিশ্রামের জন্য, অ্যাডভেঞ্চারের জন্য নাকি ঐতিহাসিক স্থান দেখার জন্য ইত্যাদি 
যদি আপনার উদ্দশ্যে বিশ্রামের জন্য হয় তাহলে সমুদ্র সৈকতের দিকে বা আশেপাশের স্থান হলে ভালো হবে আপনার জন্য। যদি আপনার উদ্দশ্যে অ্যাডভেঞ্চারের জন্য হয় তাহলে পাহাড় এর আশেপাশের স্থান হলে ভালো হবে আপনার জন্য। কোন স্থানে গেলে কি উদ্দেশ্য নিয়ে যেতে হবে সেইটা আগে জানতে হবে এবং তারপরেই সিদ্ধান্ত নিতে হবে কোথায় ভ্রমণ করবেন।

⛯ স্থান ও সময় নির্বাচন
    আপনি কোথায় যাবেন তার একটা উদ্দশ্যে নিয়ে নির্দিষ্ট স্থান নির্বাচন করতে হবে। তবে সব সময় সব স্থান নির্বাচন করাটা সঠিক নয়। কেননা স্থান ও সময়ের সাথে সাথে মৌসুমটাও নির্বাচন করতে হবে । মৌসুম ঠিক মতো নির্বাচন না করতে পারলে আপনার ভ্রমণের উদ্দশ্যে কখনোয় পূরণ হবে না। যেমন - বর্ষাকালে পাহাড়ে যেয়ে কোনো লাভ হবে না ঠিক তেমনি যদি আপনি শীতকালে সমুদ্রভ্রমণ করেন তাহলে সেইটা হবে আপনার জন্য লাভ জনক। কেননা শীতকালে সমুদ্রভ্রমণ টা মৌসুম অনুযায়ী ভালো। অন্যদিকে অফ সিজেনে গেলে তুলনামূলক ভিড় কম থাকে আবার খরচও কম হয়।

⛯  যাতায়াত ও থাকার পূর্ব পরিকল্পনা করা
    ভ্রমণের উদ্দশ্যে, স্থান ও সময় নির্বাচন করা হয়ে গেলে যাতায়াত ও থাকার পূর্ব পরিকল্পনা করতে হবে। আপনি যেই স্থানে ভ্রমণের উদ্দেশ্যে যাবেন সেই স্থানে যাওয়ার আগেই সেইখানে যাওয়ার জন্য কি কি যানবহনের ব্যবস্থা আছে তার একটা সম্পূর্ণ তথ্য জানা। যানবহনের সকল তথ্য জানা হয়ে গেলে সেই স্থানে থাকার জন্য কি কি ব্যবস্থা আছে তার একটা ভালো করে সঠিক তথ্য নিতে হবে। যেমন ঐখানে কি কি থাকার জন্য ভালো হোটেল বা রিসোর্ট আছে তার একটা তথ্য নেওয়া এবং পারলে অগ্রিম হোটেল বা রিসোর্ট বুকিং করে নিতে হবে।

⛯  ভ্রমণের বাজেট
    আপনার সকল তথ্য জানার পরে আপনি ভ্রমণের করার জন্য কত টাকা প্রয়োজন হতে পারে তার একটা ধারণা চলে আসবে আপনার কাছে। কিন্তু আপনার ভ্রমণের জন্য যতো টাকা প্রয়োজন হবে তার থেকে বেশি টাকা নেওয়া ।

⛯   নিরাপত্তা ব্যবস্থা
    ভ্রমণের আগে আপনি আপনার ব্যাগে দরকারী ওষুধ,ব্যান্ডেজ, ও স্যানিটাইজার সঙ্গে নিতে হবে।
টাকা বা মূল্যবান কোনো কিছু প্রকাশ্যে না রাখা। প্রয়োজনীয় মোবাইলে,এনআইডি, ট্রাভেল করার ডকুমেন্ট এমন সব দরকারী কিছু জিনিস সাবধানে রাখা।

⛯  খাবার গ্রহণ
    ভ্রমণের স্থানে যাওয়ার পরে সেইখানে ভালো মানের খাবার গ্রহণ করাটা জরুরী। কেননা রাস্তার পাশে বা ভাঁজাপোড়া খাবার গ্রহণ করলে সেইখানে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন । সেই জন্য সব সময় চেষ্টা করতে হবে ভালো হোটেল বা রেস্তরাঁ থেকে খাবার গ্রহণ করা। আর অবশ্যই পানি পান করার ক্ষেত্রে বোতল জাত করা পানি পান করতে হবে।

⛯  আচার - আচরণ
    ভ্রমণের জন্য আপনি একস্থান থেকে অন্য স্থানে যাবেন সেইখানে আপনার অঞ্চলের মতো মানুষের আচার - আচরণ না হতেও পারে তাই স্থানীয় রীতিনীতিকে সম্মান করতে হবে । যেখানে সেখানে ময়লা - আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে।

পরিশেষে, কোনো স্থানে গেলে সেইখানের সব কিছু তথ্য ভালো ভাবে জেনে সেই স্থানে যাওয়া ও যাওয়ার সময় দরকারী সবকিছু সাথে নেওয়া এবং হিসাবের থেকে বেশি টাকা নিয়ে যাওয়া ।






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪